গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত সহ আহত হয়েছে ১০জন। আহতদের গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলাধীন গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের নিকট যাত্রী সহ একটি ইজি বাইককে বিপরীত মুখী অজ্ঞাত নামা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১৯ দিন বয়সের শিশু রাফি ও জাহিদুল ইসলাম (৫৫) ও নুরুন নবী (৫০) নামে এক ব্যক্তি নিহত সহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত রাফি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগের ছেলে নিহত অপর ব্যক্তি জাহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের কুকরাইল গ্রামের আব্দুল গণির ছেলে নুরুন নবী বলে জানা গেছে। নিহত ও আহতের বিষয়টি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদূর রহমান নিশ্চিত করেছেন।
গাইবান্ধা: সাদুল্যাপুর উপজেলায় অটোবাইকের ধাক্কায় রায়হান মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রায়হান উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের জাহিদুল ইসলাম ও আশুরা বেগম দম্পতির পুত্র।
স্বজনদের বরাতে জানা যায়, রায়হান বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় মুদির দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল। পথে একটি গরু দেখে ভয়ে সড়কের দিকে চলে গেলে দ্রুতগামী একটি অটোবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কায়েম হুদা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৬৭) নামের এক ব্যাটারি চালিত টমটম চালক নিহত ও খন্দকার নিশাত নামের যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহত স্কুল শিক্ষিকা নিশাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে আদমদীঘি সদরের অবসপ্রাপ্ত সহকারি অধ্যাপক্ষ আনোয়ারুল হক পল্টুর স্ত্রী ও শিশু নিকেতন কেজি বিদ্যালয়ের শিক্ষিকা। নিহত চলক আব্দুল মান্নান আদমদীঘির সালগ্রামের কাজেম উদ্দিনের ছেলে। সম্প্রতি সময় আদমদীঘি হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।