গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় পুকুরে গোসলে নেমে দুই কিশোরের করুণ মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ১১টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো—রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা উভয়েই পরিবারসহ কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পাশের একটি পুকুরে গোসলে নামে জুনায়েদ ও মমিন। সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর এলাকার লোকজন ও পুলিশ সদস্যরা এসে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।"

সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম, চোখে জল নেই কারো। এলাকাবাসী ও শিক্ষকরা জানিয়েছেন, নিহত দুই কিশোর ছিল মেধাবী ও ভদ্র স্বভাবের। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।