বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির বাসের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে তিন টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রনবাঘা এলাকার শহরকুড়ি গ্রামের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা এটিগাড়ি শহরকুড়ি গ্রামের আলহাজ্ব জলিল হোসেনের বড় ছেলে ইসমাইল (৬০) ও ছোট ছেলে ইদ্রিস আলী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব জলিল হোসেনের বড় ছেলে ইসমাইল ও ইদ্রিস আলী নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ অফিস থেকে জরুরী কাজ শেষ করে নিজেদের বাজাজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রাস্তা শহরকুড়ির মাথায় পৌঁছলে বগুড়া থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই ভাই রাস্তায় পড়ে ২০ থেকে ৩০ হাত ছিটকে যায়। দুর্ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। বাসের চাকায় পৃষ্ট হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় মোটরসাইকেলটি।

দুই ভাইয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাস চালককে আটক করা যায়নি।