দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে আবারও বেপরোয়া গতির কবলে পড়েছে ‘সিডিএম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাত্র একদিনের ব্যবধানে একই কোম্পানির বাসের এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিডিএম পরিবহনের বাসটি অত্যন্ত দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যায়। এসময় বাসের নিচে একটি মোটরসাইকেল চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর সরকারি হাসপাতালে পাঠায়। তবে আশার কথা হলো, চিকিৎসকদের মতে আহতদের কেউই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নেই।
দুর্ঘটনা
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আহত ১১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে আবারও বেপরোয়া গতির কবলে পড়েছে ‘সিডিএম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাত্র একদিনের ব্যবধানে একই কোম্পানির বাসের এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।