ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাইক দুর্ঘটনায় এক ক্রীড়া সাংবাদিকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। নিহত সাংবাদিকের নাম জহির ভূঁইয়া (৫৩)। তিনি ‘ভোরের পাতা’ নামে একটি দৈনিকে সিনিয়র প্রতিবেদক হিসেবে চাকরি করতেন। ঢাকার বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এই সাংবাদিক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাবিতলা গ্রামে।
রোববার দুপুরে বাসা থেকে কারওয়ানবাজার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রথমে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
হাসপাতালে নিহত জহির ভূঁইয়ার ছেলে রাকিব ভূঁইয়া তামিম বলেন, তার বাবা অফিসে রওনা দেওয়ার কিছুক্ষণ পর ফোনে দুর্ঘটনার খবর দেন পথচারীরা। তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। তিনি বলেন, খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে শুনেছি। আমরা এখনও এর বেশি কিছু জানি না।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান পরিদর্শক ফারুক।