ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। যশোর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মনিতোষ বিশ্বাস জানান, রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মাথায় রেল ইঞ্জিনের আঘাতের কারনে উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে রেল পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। নিহতের পরনে আকাশী রঙের টি-শার্ট ও লুঙ্গি রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।