শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শার্শার রামচন্দ্রপুর গ্রামে। মৃত কৃষক আহাদ আলী (৭২) শার্শার লক্ষনপুর গ্রামের মৃত বাহদিুর মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর গ্রামের মো. ইফনুছ আলীর ছেলে মো. সোহাগ হোসেন গ্রামের মাঠে একটি হাসের খামার করেছেন। হাঁসের খামারে শিয়ালের উৎপাতের কারনে খামারী তার খামারের চারি সাইটে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে। খামারী সোহেল শিয়াল মারতে প্রতিদিন রাতে তার খামারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এই অবস্থায় সোমবার সকালে গ্রামের আহাদ আলী হাঁসের খামারের পাশ দিয়ে মাঠে যাচ্ছিল। সংযোগ দেওয়া জিআই তারের বিদ্যুৎ স্পৃষ্টে কৃষক আহাদ আলী মারা যায়।