গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে গতিসম্পন্ন চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় চালক রিয়াদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় তার পেছনে বসা সহপাঠি তুহিন হোসেনকে মুমূর্ষাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ আলমনগর ইউনিয়নের নবগ্রাম সুরুজ্জামালের ছোট ছেলে। আহত তুহিন নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তারা দু’জনেই নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।