ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গোয়ালঘরে আগুন লেগে ৪টি গরু ও ২ টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর, তিলকী গ্রামের শওকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে হঠাৎ করেই শওকতের বাড়ির গোয়ালঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই গোয়ালঘরে গরু-ছাগল পুড়ে মারা যায় । স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ৪টি গরু ও ২টি ছাগল মারা যায়। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন লিডার মোস্তফা আলী বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা আমরা জানতে পারিনি কারন গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগও ছিলনা । আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঘরের মধ্যে আগুন থাকায় গবাদিপশুগুলো বের করতে না পারায় পুড়ে যায়।
চুনারুঘাটে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৭৩০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেফতার
চুনারুঘাট(হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৭৩০ পিস ইয়াবাসহ মো. নূর আল আমিন মিয়া ওরফে বিল্লালকে (২৭) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চুনারুঘাট থানা পুলিশ যৌথভাবে অংশ নেয়।
আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডিএনসি হবিগঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।