শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের বাঘেরবাজারে স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় হঠাৎ ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড দুপুরের শান্ত পরিবেশকে মুহূর্তেই আতঙ্কে পরিণত করে। গতকাল বুধবার (১৯ নভেম্বর ) ঠিক দুপুর ১টার সময় কারখানার ভেতর থেকে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা বের হতে দেখে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতংক। চোখের পলকে বড় হতে থাকা আগুন সামাল দিতে প্রথমে শ্রমিকরাই মরিয়া হয়ে চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতায় তারা পিছিয়ে যেতে বাধ্য হন। খবর পেয়ে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে জয়দেবপুরসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও সাতটি ইউনিট একে একে যোগ দেয়। মোট নয়টি ইউনিটের অমানুষিক পরিশ্রমে টানা তিন ঘণ্টার লড়াইয়ের পর বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ধোঁয়া ও আগুনের উত্তাপ তখনও পুরো এলাকাজুড়ে ভয় আর শঙ্কার আবহ তৈরি করে রেখেছিল।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কারখানার ভেতরে এখনো তদারকি চলছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার ভেতরে দাহ্য পদার্থের কারণে মাঝে মাঝে ধোঁয়া দেখা যাচ্ছিল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপণে কাজ চালিয়ে যাচ্ছিলেন। ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ-তা তদন্ত শেষেই পরিষ্কার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলজুড়ে এখনো বিরাজ করছে হতভম্ব শ্রমিকদের কান্না, ক্ষতির আশঙ্কা আর বাঁচার স্বস্তি মিলেমিশে থাকা এক জটিল আবেগময় পরিবেশ।