যশোরের মণিরামপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস খুলনা-যশোর মহাসড়ক হয়ে যশোরের দিকে যাচ্ছিল। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বাসটি মণিরামপুর বাজার পার হয়ে কলেজ মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল (৪০) ও ভ্যানের যাত্রী রতন (২৭) প্রাণ হারান।

নিহত নাজমুলের বাড়ি মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে। তার পিতা মৃত আবুল খায়ের। আর নিহত রতন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের বাসিন্দা।

এ দুর্ঘটনায় ভ্যানের আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, কলেজ মোড় এলাকায় গত কয়েক বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গতিরোধক ও পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় প্রায়ই এমন প্রাণঘাতী ঘটনা ঘটছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।