খুলনায় পৃথক ঘটনায় দুর্বৃত্তের গুলীতে মো. রনি ওরফে কালো রনি (৩৬) ও গোলাম (২৫) নামের দুই যুবক নিহত হয়েছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা দু’টি ঘটে।
সম্প্রতি রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তরা মো. রনি ওরফে কালো রনিকে গুলী করে হত্যা করেছে। নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হাওলাদারের ছেলে। নিহত যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তোজনা বিরাজ করছে বলে জানা গেছে। এলাকাবাসী সূূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে রনি ওরফে কালো রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলীর শব্দ শুনা যায়। স্থানীয়রা গুলীর শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবক ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, নিহত ওই যুবক খুলনার ‘বি’ কোম্পানী গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলী ছোড়ে এবং গুলীটি মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর আগে ২০১৭ সালে একই কায়দায় তার ছোটভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।