নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে মিনি পেট্রোল পাম্প বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ২৯ জুলাই সকালে বাবুরহাট বাজার টিএন্ডটি রোড সংলগ্ন ‘মেসার্স বক্কর এন্ড সন্স’ নামের একটি মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। এতে শ্রাবন (১৮) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়। সে ডোমার থানার মৌজাপাঙ্গা এলাকার সুধান্নার ছেলে। তাঁকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ড্রাম থেকে মাস্টার ড্রামে তেল উত্তোলনের সময় মোটরটি বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। আগুনের খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।