ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে ১ জন। গত বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে আসা এসবি ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মির্জা আব্দুল মুহিদ বেগ (৭০) এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেছে। নিহত মির্জা আব্দুল মুহিদ বেগ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মৃত আজিজ উদ্দিন বেগের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ সারোয়ার এ প্রতিবেদককে বলেন, যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।