কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাইয়ে ব্রাঁশের ব্রীজ নামকস্থানে ১৯ মার্চ আড়াইটার দিকে প্রাইভেটকার ও অটোভ্যানে সংঘর্ষে ঘটনাস্থলে ০২ জন নিহত হয়েছেন। নিহত দুজনই কালাই উপজেলার পুনট ইউনিয়নের ভুগোইল গ্রামের ইদ্রিস আলী (৬৫) ও মোফাজ্জল হোসেন (৪৭)। আহত অপরজন ভ্যান চালক নূরুল ইসলাম ও যাত্রী আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। প্রাইভেটকারের ড্রাইভার পালাতক। কার গাড়িটি কালাই থানায় আটক রয়েছে বলে কালাই থানার এস আই আব্দুর রউফ জানান।