দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দির পৌরসদর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এনজিও কর্মী নূর আলম নিহত হয়। নিহত নুর আলম গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার রইজউদ্দিনের ছেলে। সে বীজ এনজিও দাউদকান্দি শাখায় কর্মরত ছিলেন। সম্প্রতি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বলদাখাল এলাকায় ঢাকামুখি লেনে মোটরসাইকেল চালক নুর আলমকে (৩৫) অজ্ঞাত একটি গাড়ী পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নুর আলম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নিহত নুর আলমের মোটরসাইকেলে অজ্ঞাত একটি গাড়ী ধাক্কা দিলে সে রাস্তার উপরে পড়ে গুরুত্বর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত নুর আলমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।