চকরিয়া সংবাদদাতা : পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে চকরিয়ায় পর্যটকবাহী প্রাইভেট নোহা গাড়ি ও যাত্রীবাহী মারছা বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে একই পরিবারের ৫জন নারী সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে চালক ও এক শিশু। গতকাল বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হাঁসেরদীঘি সেনাক্যাম্পের দক্ষিণে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী এবং হাসপাতালে ৩ জনসহ পাঁচজন প্রাণ হারায়। নিহতরা হলেন; কুমিল্লা চৌদ্দগ্রাম বাতিশা গ্রামের জনৈক মো. এনামের স্ত্রী রুমি আক্তার, তার মেয়ে বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রী সাদিয়া আক্তার, তাদের পুত্রবধু লিজা আক্তার, লিজা আক্তারের মা ও লিজা আক্তারের বোন ফারহানা আক্তার।

এসময় আহত হয়েছে প্রাইভেট নোহা গাড়ির চালক উদয় ও নিহত লিজার শিশু পুত্র। চালক উদয় নিহত রুমি আক্তারের ছেলে। আহত উদয়কে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন সংশ্লিষ্ট এলাকার ক্যাম্পের সেনাবাহিনী ও স্থানীয়রা।

অন্যদিকে ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মারছা ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছেন এবং আহত হয়েছেন কয়েকজন। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ফাঁড়ি পুলিশ হেফাজতে রয়েছে।

ডা. তাহেরের শোক প্রকাশ

কুমিল্লা অফিস : চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লা চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী এবং একজন শিশু। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আমি এই অনাকাক্সিক্ষত হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করছি আমার নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশ করা গ্রামের বাসিন্দা স্বজনহারা পরিবার-পরিজন যেন শিগগিরই তাদের এ বিরাট শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।