দুর্ঘটনা
শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন শতাধিক দোকান পুড়ে ছাই
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। রমযান শুরুর আগে বাজার পুড়ে ছাই হওয়ায় নিঃস্ব হয়েছেন ব্যবসায়ী-দোকানীরা।
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। রমযান শুরুর আগে বাজার পুড়ে ছাই হওয়ায় নিঃস্ব হয়েছেন ব্যবসায়ী-দোকানীরা।
গতকাল শুক্রবার দেখা গেছে, সব হারিয়ে ক্ষতিগ্রস্ত দোকানিরা কাঁচাবাজারের সামনে হাহাকার করছেন। তারা বলছেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে দোকান সাজিয়েছিলেন। কিন্তু সর্বনাশা আগুনে তাদের আশা-ভরসা পুড়ে ছাই হয়ে গেল। পুড়ে যাওয়া দোকানগুলোর পণ্যসামগ্রী ও ফলফলাদি ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে। দোকান পুড়ে যাওয়ায় মাছ বিক্রেতারা ফুটপাতে মাছ নিয়ে বসেছেন। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের পাশের কাঁচাবাজারে বৃহস্পতিবার রাত ২টার ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। প্রথমে ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর আরও দুটি করে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেখানকার একটি চিড়া মুড়ির দোকান থেকে আগুনের শুরু। কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনেরও নিচতলা পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেকেরই এখানে একাধিক দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখনও কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। প্রধানত মাছ, সবজির বাজার আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
মুদি দোকানি শাহ আলম জানান, পবিত্র রমযান মাসের জন্য দোকানে পণ্য এনেছিলেন। আগুন লাগার খবরে গভীর রাতে বাসা থেকে ছুটে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। চোখের সামনে নিমেষেই দোকানের সব পুড়ে ছাই হয়ে গেল। শুক্র ও শনিবার রোজা উপলক্ষে দোকানে বিক্রি বেশি হবে, এমন আশায় চিড়া, মুড়ি, গুড়, কলা এনেছিলেন দোকানি জয়নাল আবেদিন। কিন্তু আগুনে সব পুড়ে গেছে। শুধু দোকানি শাহ আলম ও জয়নাল আবেদিনই নন, মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া মেট্রোরেলের পাশে অলি মিয়ার কাঁচাবাজারে মুদি, বাটা শোরুম, বৈদ্যুতিক দোকান, ফল, সবজি মুরগি ও মাছসহ শ’খানেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস বলেছে, আগুনে ৬০টির বেশি দোকান পুড়ে গেছে।
মাছ বিক্রেতা ফিরোজ মিয়া জানান, তার দোকানে ২ লাখ ৭০ হাজার টাকার মাছ পুড়ে গেছে। আরেক মাছ বিক্রেতা জসিম উদ্দিন জানান, তার দোকানের ৫০ হাজার টাকার মাছ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকালে সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীদের দাবি ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি।