কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিশু আফরাহিম (৬) মারা গেছে। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার নিউ লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাহমুদুল স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরায় যাচ্ছিলেন। যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া কোল্ডস্টোরেজ মোড়ে পিছন থেকে অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় স্ত্রী রহিমা ও আফরাহিম (৬) ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়। শিশুটিকে আশঙ্কাজনক ভেবে তাৎক্ষণিক ঢাকায় পাঠানোর ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির স্টোরের ছোটভাই মাহমুদুল হাসানের পুত্র।