কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের জেলে বাড়ির দুটি আধা পাকা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কাউখালী ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা না ঘটলেও এতে বিপুর সম্পদের ক্ষতি হয় বলে জানা গেছে।উপজেলা প্রশাসন ঘটনাস্থৃল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদেরকে তাৎক্ষণিক সহায়তা প্রধান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দুর্ঘটনা
কাউখালীতে দুটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই
পিরোজপুরের কাউখালীতে গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের জেলে বাড়ির দুটি আধা পাকা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।