চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : মরহুম জননেতা মকবুল হোসেনের বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত জানাযায় বক্তারা বলেন, মকবুল হোসেন ছিলেন একজন আদর্শ, সৎ এবং সাহসী রাজনীতিবীদ। রানীরবন্দর শুধু নয় চিরিরবন্দর উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলাসহ তাঁর রাজনৈতিক সাহসিকতা দীর্ঘদিন মনে রাখবে। রানীরবন্দর এতিমখানা মাঠে তার জানাযা নামায অনুষ্ঠিত হয়। এতিমখানা মাঠ ছেড়ে আরও দুটি মাঠে এবং রাস্তায় হাজার হাজার মানুষকে জানাযায় অংশ নিতে দেখা গেছে। জানাযায় উপস্থিত ছিলেন জামায়াতের রংপুরের সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াত মনোনীত দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের এমপি প্রার্থী আফযানুল আনাম। সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। এলাকার বয়-বৃদ্ধ আবুল হোসেন জানান, তাঁর ৮৩ বছরের জীবনে এত বড় জানাযা শুধু রানীরবন্দর নয় চিরিরবন্দর উপজেলায় হয়েছে কিনা তা জানা নাই।

দিনাজপুরের চিরিরবন্দরের আলোচিত জামায়াত নেতা মকবুল হোসেন মুন্সী সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে নিজ বাসভবন থেকে চিরিরবন্দর উপজেলা জামায়াত অফিসে মিটিং এ অংশগ্রহণ করার জন্য যাওয়ার পথে বাইকের সাথে অটো চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনি মাথা ও বুকে প্রচন্ড আঘাত পান। পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল এ ভর্তি করা হয়।

ঘটনার পরের দিন শুক্রবার কিছুটা সুস্থতা বোধ করলেও দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এবং ভোর পাঁচটার দিকে তিন ইন্তেকাল করেন।

উল্লেখ্য, জামায়াত নেতা মকবুল হোসেন মুন্সী বিগত আওয়ামী শাসনের পনেরো বছরে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ রংপুর বিভাগে আলোচিত ছিলেন। ২০১৩ সাল আওয়ামী নির্বাচন বয়কটের ডাকে সারাদেশের মতো যে আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে নেতৃত্ব দিয়ে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় হতে ঢাকা গামী মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন। তার নেতৃত্বে মূলত উত্তরের একাংশে দীর্ঘ সময় সড়ক পথ বিছিন্ন হয়েছিল। প্রায় দেড় শতাধিক মামলার আসামি মকবুল হোসেন মুন্সী আওয়ামীলীগের পনেরো বছরে কখনোই বাসায় থাকতে পারেন নাই। তার পরিবারের পাঁচ ছেলে সন্তান, সব মিলিয়ে তাদের নামে মামলা রয়েছে দুই শতাধিক এর বেশি। বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমলে বিএনপি জামাতের সরকার বিরোধী সকল সকল আন্দোলনে তিনও ও তার পরিবারের অংশগ্রহণ ও ভূমিকা ছিল দেশ জুড়ে আলোচনায়। ব্যাপক জনপ্রিয় এই জামায়াত নেতার আন্দোলন কালীন ভূমিকা এই উপজেলার সকল শ্রেণীর মানুষ অবগত। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দল মত নির্বিশেষে একজন আপোষহীন মকবুল মুন্সির চলে যাওয়ায় এলাকা জুড়ে বইছে শোকাবহ পরিবেশ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন । দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর আনিসুর রহমান। চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা।