কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের এক যুবকের মৃত্যু হয়েছে। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী জোনাকী পরিবহন দূর্ঘটনায় পতিত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলী আজগর (২৩)। সে কমলনগর উপজেলার চর ফলকন জাজিরা গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের ছেলে।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, জোনাকী গাড়ি মহাসড়কে দুর্ঘটনায় পতিত হয়ে আজগর নামে একজনের মৃত্যু হয়েছে। আহত সকলকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।