মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মোহাম্মদ ইয়াসিন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মোহাম্মদ ফয়সাল হোসেন (৩৬) নামের এক ব্যক্তি আহত হয়েছে।
নিহত মোহাম্মদ ইয়াসিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমুর বটতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে। অপরজন আহত মোহাম্মদ ফয়সাল হোসেন একই জেলার সোনারগাঁও উপজেলার ঢাকেশ্বরী গ্রামের আমির হোসেনের ছেলে।
সোমবার (০৯ জুন) দুপুর পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় কুমিল্লামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোহাম্মদ ফয়সাল হোসেন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।