কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কের কাউখালীর কঁচা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ওপর পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। গত সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন পিকআপ ভ্যানটি উদ্ধার করে। দুর্ঘটনার পর পরই গাড়ি চালক ও হেলপার পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায়। বর্তমানে সেতুতে যান চলাচল স্বাভাবিক আছে।