ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ওষুধ কোম্পানির কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বার (কালায়ের টেক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ ভূজপুর পূর্ব কৈয়া পুকিয়া এলাকার বাসিন্দা মো. হাসেমের পুত্র।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
উল্লেখ্য, এর দুই দিন আগে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নাজিরহাট-মাইজভান্ডার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মহিলার প্রাণহানি ঘটে।