মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বিষ্পোরণের ঘটনা ঘটেছে। গ্যাস বিষ্পোরণের ঘটনায় সামিনা আক্তার (৩৫) নামের ৫ মাসের অন্তসত্তা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় ওই গৃহবধূর ৬ বছর বয়সি শিশু কন্যা ও আহত হয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজারে এই ঘটনা ঘটে। সামিনা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তিনি আবুতোরাব বাজারে পরিবার সহ একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে।

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, রোববার বেলা ১২ টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলার গ্যাস লিকেজ হয়ে বিষ্পোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সামিনা ও তার ৫ বছরের শিশু কন্যা আহত হয়। আহত সামিনা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা ধোঁয়ার কুন্ডলী দেখে দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসে এবং আহত ও অচেতন অবস্থায় গৃহবধু ও তার কন্যা শিশু কে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে গৃহবধূ সামিনার মৃত্যু হয় ।

নিহতের স্বামী মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় ধম বন্ধ হয়ে সে মারা যায়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে বিষ্পোরণের ঘটনায় অন্তসত্তা এক নারীর মৃত্যুর তথ্য পেয়েছি। নারীর মৃতদেহ তার বাবার বাড়িতে নিয়ে গেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে নারীর বাবার বাড়িতে রওনা দিয়েছেন। সাথে মহিলা পুলিশ আছে। মরদেহের সুরতহাল দেখার পর আইনি পদক্ষেপ নেয়া হবে।