বুধবার সকালে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রফ রফ-৭ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে ১ জন নিহত ও আহত হয়েছে ৭জন। চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চটি মোহনপুরের বরাবর আসলে আগে থেকে ঢাকাগামী যাত্রীরা ট্রলার নিয়ে লঞ্চটিতে উঠার জন্য প্রস্তুত থাকে। লঞ্চ চালক হয়ত দেখতে পায়নি সে ট্রলার বরাবর আসলে ট্রলারটি লঞ্চের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। পরে দুইটি ট্রলার গিয়ে উদ্ধার করে। সরেজমিনে গিয়ে জানা যায় ১ জন নিহত ও আহত হয়েছেন ৭ জন। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আহত একজন যাত্রী অপূর্ব সেন বলেন, ভয়ংকর এক মৃত্যু ফাঁদ থেকে বেঁচে ফিরছি। এখনো শরীরের বিভিন্ন অঙ্গে তীব্র ব্যথা। লঞ্চটি আমার শরীরের উপর দিয়ে চলে গেছে দাদা। কিভাবে বেঁচে গেলাম -আল্লাহ ভালো জানেন।