গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের গজারতলি এলাকায় শিল্পপতি আতিকুল্লা বাবুলের মালিকানাধীন একটি রিসোর্টের লেকে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মোঃ রাফি হাসান নিলয় (১৪)–এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিলয় গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকার বাসিন্দা মোঃ রাসেল মিয়ার ছেলে। গতকাল সোমবার, বাংলা নববর্ষ ১৪৩২ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে সে বাবার সঙ্গে রিসোর্টে ঘুরতে আসে। সেখানেই বিকেলের দিকে লেকের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুইদিন চেষ্টার পর আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রিসোর্টের লেক থেকে নিলয়ের লাশ উদ্ধার করা হয়। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হঠাৎ এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি রিসোর্টটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।