নড়িয়ার জামতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলী উজ্জামান মুন্সি (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা যাত্রী সোহান মোল্যা (৩০) ও কাইফুল মাদবর (২৯) মারাত্মক আহত হয়। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। সম্প্রতি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার জামতলা বাসস্টান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী উজ্জামান মুন্সি শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশখার কান্দি গ্রামের মৃত চিনু মুন্সীর ছেলে।

নড়িয়া থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, নড়িয়া উপজেলার বিলদেওনিয়া নামক স্থান থেকে আলী উজ্জামান তার ভ্যানে ২ জন যাত্রী নিয়ে পার্শ^বর্তী আন্ধার মানিক বাজারে যাচ্ছিল। এ সময় জামতলা বাসস্টান্ড এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা গোসাইরহাট এক্সপ্রেস নামে (ঢাকা মেট্রো-ব ১২২১৮) একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিটকে পরে ভ্যানের চালক ও ২ যাত্রী মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী উজ্জামানকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাত বাসটি আটক করেছে নড়িয়া থানা পুলিশ।