শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎতায়িত হয়ে মা ও ছেলে মারা গেছেন। সম্প্রতি এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ পৌরসভার বড়চক দৌলতপুর এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩২) ও তার ছেলে মুজাহিদ হোসেন (০৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎতের তারে শর্ট সার্কিট হলে মা-ছেলে দুজনই অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বিদ্যুৎতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনী পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।