নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলা করতে গিয়ে খালে ডুবে চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে । রবিবার দুপুরে উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীর চেঙ্গাকান্দি খালে ডুবে তারা মারা যায়।
নিহত ইয়ামিন(৫) উপজেলার বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে ও একই এলাকার নিহত নুসাইবা(৪) শাহ আলীর মেয়ে। তারা আপন চাচাতো ভাই বোন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো: রাশেদুল হাসান খান।
নিহত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন, বাড়ির উঠানে তারা দুইজন খেলাধুলা করছিলো। একসময় বাড়ির উঠানে তাদের না দেখতে পেয়ে খোজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের খালে একজনের লাশ ভাসে উঠে। তিনি নিজে খাল থেকে ইয়ামিনের নিথর দেহ উঠায়। এর আঘা ঘন্টা পর ওই স্থানে নিহত নুসাইবার লাশ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
নিহতদের রবিবার বিকেলে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনরা নিহতদের লাশ দাফন করে।
গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর মহানগরের সদর থানাধীন ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম এলাকায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ধীরাশ্রম মাস্টার বাড়ির পুকুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই এলাকার জাকির হোসেনের মেয়ে রাবেয়া আক্তার (৮) এবং একই এলাকার মিলন মিয়ার মেয়ে মোহনা আক্তার (৮)। সমবয়সী ও প্রতিবেশী এই দুই শিশু বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু হলে স্থানীয়রা পুকুরে নেমে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুটি পরিবারের শিশু দুটি একই সময়ে একসাথে খেলাধুলা ও পড়াশোনা করত। শিশু দুটিকে হঠাৎ হারিয়ে ভেঙে পড়েছেন পরিবার দুটি। সদর থানা পুলিশ ঘটনার সত্যতা জানিয়ে জানিয়ে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।