চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে তিন নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ তারিকুল ইসলাম শ্রমিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ তিনটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মো. রাসেল জানান, কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন হল সংলগ্ন ওই ১১ তলাবিশিষ্ট ভবনের ৯ তলায় কাজ করছিলেন নিহত তিনজন। হঠাৎ করেই তারা একসঙ্গে নিচে পড়ে যান। কীভাবে এ দুর্ঘটনা ঘটলো, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায়, ভবন নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের সুরক্ষা নিয়ে তদন্ত চলছে। যথাযথ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।