গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিনের বেলুন গলায় আটকে ৭ মাস বয়সী রাফসা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার ছিল শিশু রাফসার বড়ভাই ইহানের চতুর্থ জন্মদিন। এ উপলক্ষে পরিবারের সদস্যরা রাত সাড়ে ৮ টার দিকে বেলুন দিয়ে ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। এসময় শিশু রাফসা খাটের উপর বসে খেলতে গিয়ে সবার অজান্তে বেলুন মুখে দেয়। দুর্ঘটনাক্রমে গলায় আটকে গেলে পরিবারের সদস্যরা বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। রাফসার বাবা রনি মিয়া বলেন, ’সবাই আনন্দ করে জন্মদিনের ঘর সাজানোর ফাঁকে রাফসা খাবার মনে করে বেলুন জাতীয় প্লাস্টিক মুখে দিলে গলায় আটকে শ্বাসরোধ হয়ে মারা যায়।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মৃত্যুর বিষয়টি একটি দুর্ঘটনা। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করতে আসেনি।