সাতক্ষীরা সংবাদাতা: সুস্মিতা দেবনাথ ও রিয়া দাস নামে দুই প্রথম শ্রেণীর শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রিয়া দাশ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত উত্তম দাসের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই গ্রামের রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা দু’জনই মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রিয়ার কাকাতো ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, তাদের বৌদি ভারতী দাশ রিয়া ও সুস্মিতাকে নিয়ে আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসল করতে যান। এসময় তিনি শিশু দু’টিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যায়। কিছু সময় পরে সেখানে ফিরে এসে তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজা খুঁজি শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে পুকুর থেকে দুই শিশুর নিথরদেহ উদ্ধার করে। পরবর্তীতে গ্রাম্য চিকিৎসক আমিন সরদার তাদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং মরদেহ সমাধি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।