ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫৫) নামে (ফটিকছড়ির সন্তান ) এক চাকরি জীবীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চিকনদন্ডী ইউনিয়নস্থ ফতেয়াবাদ বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভুজপুর মাওলানা জালাল সাহেবের বাড়ির মৃত মনির হোসেনের পুত্র।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. সাবরিনা সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।