‎পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ‎মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তিন শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু শিক্ষার্থী।

‎মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নৌকায় থাকা মোট ৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি ৩ জন নিখোঁজ হয়। ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযানে নামে। দুপুর নাগাদ একজনের লাশ উদ্ধার করা হয়।

‎নিহত শিক্ষার্থী হলো- পাকুন্দিয়ার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫)। সে বিরইন নদীপাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী। এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৬) ও হাবিব মিয়ার ছেলে আবির (৭)। তারাও একই মাদরাসায় পড়াশোনা করত।