দুর্ঘটনা
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ফুলপুরে শেরপুরগামী ট্রাক ও ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। ময়মনসিংহ- শেরপুর সড়কের ফুলপুর উপজেলার
Printed Edition
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুরে শেরপুরগামী ট্রাক ও ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। ময়মনসিংহ- শেরপুর সড়কের ফুলপুর উপজেলার মারাদেওরা গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার সাতুগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র সিএনজি অটোরিকশা চালক মোঃ আশিক মিয়া (২০), অটোরিকশা যাত্রী উপজেলার হাটপাগলা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র হাসাদ হোসেন (১৮) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের নব্বে আলীর পুত্র আবুল কাশেম (৫০)। আহতরা হলেন, উপজেলার হাটপাগলা গ্রামের মোছাঃ লাভলী খান (৪৫), ইসাহাক (৪৫) ও স্বপন মিয়া (১৭)। তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।