নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সম্প্রতি মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ঐ ব্যক্তি গতকাল সন্ধ্যার পর বৃষ্টি শুরু হলে বাড়ির অদূরে কোনো উন্মুক্ত জলাশয় বা নিচু জমিতে মাছ ধরার জন্য যান। রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ যখন বৃষ্টি ও মেঘের গর্জন চলছিল, ঠিক তখনই আকস্মিক এক বিকট বজ্রপাতের শব্দ শোনা যায়।

বজ্রটি সরাসরি ঐ ব্যক্তির ওপর আঘাত হানে। আশেপাশে থাকা লোকজন বা পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল থেকে জনসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। বর্ষাকালে এবং মেঘলা আবহাওয়ার সময় মাছ ধরা, খোলা মাঠে কাজ করা বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।