ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মোঃ জানীকালী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকার সেলিম নগর বড়বাসোরিয়া গ্রামের মৃত মহর আলীর ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মোড়ে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে লালমনিরহাটের বড়বাড়ী থেকে ছেড়ে আসা একটি দ্রতগামী অটোরিক্সায় উঠে মোঃ জানীকালী নামের এক বৃদ্ধ নিজের জমিজমার কাগজ অন্য জনের সঙ্গে বুজবার জন্য লালমনি ফুলবাড়ী সড়কের মহিলা ডিগ্রী কলেজ মোড়ে আসলে অপর দিকে উপজেলা সদর থেকে ছেড়ে আসা অন্য একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারাত্বক ভাবে আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।