কাউনিয়ায় ট্রেনে কাটা পরে রোববার সকালে এক অজ্ঞাত নারীর  মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে উপজেলার মীরবাগ রেলস্টেশনের পশ্চিমে বুড়াইল রে়ল সেতুর সন্নিকটে। 

কাউনিয়া ও রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে রোববার সকাল আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে  লালমনিরহাট থেকে দিনাজপুর গামী কমিউটার ট্রেন-৬৪ এর নীচে কাটা পরে এক অজ্ঞাত মহিলার দেহ ছিন্নভিন্ন হয়ে  মারা গেছে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের কিছু অংশ উদ্ধার করে। ট্রেনে কাটা পরে মারা যাওয়া মহিলার এখনো  নাম ঠিকানা পাওয়া যায়নি।

কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত নারী  মারা যাওয়ার বিষয় টি তিনি শুনেছেন। 

রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। অজ্ঞাত নারীর  পরিচয় বা নাম ঠিকানা এখনো জানা যায়নি।