নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কবিরহাট ও হাতিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কবিরহাটে এক বীমা কর্মকর্তা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে মৃত্যু ঘটে। অন্যদিকে হাতিয়া উপজেলায় সিএনজির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু ঘটে।
নোয়াখালী কবিরহাট ঘোষবাগ ইউনিয়নের শাহজিরহাট গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক বীমা কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মেটলাইফ ইন্স্যুরেন্সের বসুরহাট শাখার কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় পলাশ চন্দ্রশীল (৩৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
একইদিন নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো. আইমান (৬) নামে এক শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়।