সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহনের ধাক্কায় ভ্যানের যাত্রী রাজু মিয়া (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। সম্প্রতি গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন (৩৮) ও কামারপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬০)। এদের মধ্যে আতোয়ার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের নিকট থেকে জানা যায়, ভ্যান চালক ভ্যান নিয়ে সুন্দরগঞ্জ দিকে যাচ্ছিলেন। এ সময় সোনালী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩০ ৪৫৩ বেপরোয়া যাত্রীবাহী বাসটি ভ্যান্টিকে ধাক্কা দিয়ে সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়। এতে যাএি গন আহত হয় পরে আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছা মাত্র রাজু মিয়া সেখানে মারা যান। আহত আতাউর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মমিনুল ইসলাম। তিনি জানান ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোন পক্ষই এখন পর্যন্ত মামলা দেয়নি।