ভোলা সংবাদদাতা : ভোলার দৌলতখান উপজেলায় ভয়াবহ অগ্নিকা-ে পুড়ে ছাই হয়ে গেছে এক দরিদ্র পরিবারের একমাত্র বসতভিটা। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসহাক হাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলার আগুন থেকেই এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আব্দুল মোতালেবের ঘরের সর্বত্র। এতে তার পুরো ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, চাল-ডাল, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব জিনিস আগুনে ভস্মীভূত হয়। এ ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী আব্দুল মোতালেব একজন অসচ্ছল ও দরিদ্র ব্যক্তি। আগুনে ঘর হারিয়ে তিনি এখন পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। মাথা গোঁজার ঠাঁই না থাকায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাকে।
স্থানীয় অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট আব্দুল মোমেন বলেন, “আব্দুল মোতালেব অত্যন্ত গরিব মানুষ। তার পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা প্রায় অসম্ভব।
আমি ব্যক্তিগতভাবে তাকে সহায়তা করার চেষ্টা করেছি।” তিনি সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই এগিয়ে এলে এই পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারবে।”
এলাকাবাসীর পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য জরুরি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। মানবিক সহানুভূতি ও সম্মিলিত সহযোগিতাই পারে আগুনে সর্বস্ব হারানো আব্দুল মোতালেবের জীবনে নতুন আশার আলো জ্বালাতে।