নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুডে যাওয়া পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। নোয়াখালী চৌমুহনীতে আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া কয়েকটি পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালো জামায়াতে ইসলামী শনিবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডে আলীম উদ্দিন সর্দার বাড়িতে। গত ৮মে সন্ধ্যায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত তিনটি পারিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য সংস্কৃতির সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী পৌরসভা জামায়াতের আমীর জসিম উদ্দিন, অর্থ সম্পাদক আমির হোসেন, পৌর জামায়াতে কর্মপরিষদ সদস্য ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি ডাঃ আহসান হাবীব, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাঈনুর রহমান সাহেদ।
দুর্ঘটনা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের অর্থ সহায়তা
নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুডে যাওয়া পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করেন