আজ ২০ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর মোহাম্মদ জাভেদ হাসান (অবঃ)-এর ২য় মৃত্যুবার্ষিকী। তিনি গত ২০২৩ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তিকাল করেন। ২০২৩ সালের ২২ অক্টোবর, বাদ যোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় বনানীস্থ আর্মি কবরস্থানে দাফন করা হয়।
মেজর মোহাম্মদ জাভেদ হাসান (অবঃ) তার বর্ণাঢ্য কর্মজীবনে ১১১ পদাতিক ব্রিগেড, স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স (এসএমআই), ডিজিএফআই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ রাইফেলস এবং সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে কুয়েত ও আইভরিকোস্টে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্রিটিশ রয়েল কলেজ অব ইন্টেলিজেন্স থেকেও বিশেষভাবে প্রশিক্ষিত ছিলেন।
২০১২ সালের ১ এপ্রিল সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর তিনি দেশ এনার্জি লিমিটেডে জেনারেল ম্যানেজার (এডমিন ও এইচআর) হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের সদস্যবর্গ সকলের দোয়া কামনা করেছেন। প্রেসবিজ্ঞপ্তি।