রাজধানীতে কুরবানির পশুর হাটের ইজারা চূড়ান্ত নিয়ে এবার বেকায়দায় পড়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনই। নানা রকম জটিলতার আবর্তে পড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-ডিএসসিসি ৮টি অস্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করতে পারলেও গতকাল শনিবার পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি অধিকাংশ হাটেরই ইজারা চূড়ান্ত করতে পারেনি। অথচ, কুরবানির ঈদের বাকী আছে মাত্র ৬দিন। ঈদের দিনসহ আগের চারদিন ধরে মোট ৫ দিন বসে এই পশুর হাট। ঢাকা দক্ষিণের কোথাও কোথাও আবার ‘শুরুর আগেই শুরু’ হয়েছে কুরবানির অস্থায়ী পশুর হাট।

কুরবানির ঈদ সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশন নগরীতে ২১টি পশুর হাট বসাতে গত মাসের শেষদিকে ইজারা বিজ্ঞপ্তি দেয়। এর মধ্যে জনবহুল স্থানে হওয়ায় দক্ষিণ সিটির আফতাবনগর ও মেরাদিয়া এবং উত্তর সিটির বাড্ডা ও খিলক্ষেতে হাট বসাতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ কারণে উত্তর সিটি আরও দুটি স্থানে হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়েছে। এতে শেষ পর্যন্ত দক্ষিণ সিটিতে ৯টি ও উত্তর সিটিতে ১০টি অস্থায়ী পশুর হাট বসতে পারে। এ ছাড়া গাবতলী ও সারুলিয়ায় দুটি স্থায়ী হাটসহ এবার রাজধানীতে পশুর হাট বসতে পারে ২৩টি। এরই মধ্যে তিনটি অবৈধ হাট বসেছে। আরও তিনটি অবৈধ হাট বসানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বসছে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে বসছে মোট ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর বাইরে আরো কিছু হাটের দরপত্র আহ্বান করা হলেও আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার কারণে সেগুলো অনিশ্চিত হয়ে পড়েছে।

ডিএসসিসি এলাকায় শুরুতে ১১টি অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা থাকলেও আইনি জটিলতা ও রাজনৈতিক কারণে আফতাবনগর ও মেরাদিয়া হাট স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার ৮টি হাট চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে একটি হাটের ইজারা চূড়ান্ত হয়নি প্রত্যাশিত দর না পাওয়ার কারণে। ফলে শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড এর খালি জায়গায় এবার হাট বসছেনা। কাউকে অবৈধভাবে বসতেও দেবেনা ডিএসসিসি। দক্ষিনের চূড়ান্ত হওয়া হাটগুলো হচ্ছে, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীপাড়, দনিয়া কলেজের পূর্ব পাশে ও সনটেক মহিলা মাদরাসার পূর্ব পশ্চিম পাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন খালি জায়গা, হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পূর্ব পাশ, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশ, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশ,কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার-সংলগ্ন খালি জায়গা।

স্থায়ী হাটগুলো হচ্ছে, ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া হাটে পশু বিক্রি হবে। এসব হাটে অতিরিক্ত চাপ সামাল দিতে শেড নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উত্তরে পশুর হাট শুরুর বাকি ৩ দিন, চূড়ান্ত হয়েছে মাত্র দুটি

ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ হাটগুলোর ইজারাদার নিয়োগ চূড়ান্ত করতে পারেনি এখনও। সংস্থাটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর একটি স্থায়ী (গাবতলী) হাটের পাশাপাশি ১০টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে গত বৃহস্পতিবার মাত্র দুটি হাটের ইজারা চূড়ান্ত করা গেছে। হাট দুটি হচ্ছে ডিএনসিসি ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় মস্তুল চেকপোস্ট-সংলগ্ন খালি জায়গার হাট এবং তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন খালি জায়গা (পলিটেকনিক মাঠ)।

হাটগুলোর ইজারাদার নিয়োগে দেরি হওয়ায় হাট বসানোর প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দরপত্র দেওয়া ব্যক্তিরা। তাঁরা বলছেন, হাটের প্রস্তুতির জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময়ের প্রয়োজন। পাশাপাশি প্রচারণার বিষয় রয়েছে। সারা দেশের গবাদিপশুর ব্যবসায়ী কিংবা পাইকারদেরও জানানোর বিষয় রয়েছে।

গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর একমাত্র স্থায়ী হাট গাবতলীর বিষয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ডিএনসিসি। পাশাপাশি রাজধানীর অন্যতম বৃহত্তম উত্তরা দিয়াবাড়ি হাটের (অস্থায়ী) বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। দুই দফা দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার পরও সরকার নির্ধারিত দর পাওয়া যায়নি মিরপুরের কালশী বালুর মাঠের হাটের জন্য।

বৃহস্পতিবার বিকেলে হওয়া হাটের দরপত্র মূল্যায়ন কমিটির সভায় ৬টি অস্থায়ী হাটের বিষয়ে সিদ্ধান্ত এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য সুপারিশ প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। আজ রোববারের মধ্যে হাটগুলোর ইজারাপ্রক্রিয়া চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন সম্পত্তি বিভাগের কর্মকর্তারা।

প্রথম দফায় ১০টি অস্থায়ী হাটের জন্য গত ২৯ এপ্রিল দরপত্র আহ্বান করেছিল ডিএনসিসি কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি হাটÍবাড্ডা ইস্টার্ন হাউজিং, আফতাবনগর ও খিলক্ষেত বনরূপা হাটের ইজারা উচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়েছে। বাকি হাটগুলোর মধ্যে দুটি ছাড়া কোনো হাটের জন্য সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দর পাওয়া যায়নি।

মিরপুর-৬ নম্বর ইস্টার্ন হাউজিং হাটের পাওয়া সর্বোচ্চ দর সরকারি দরের চেয়ে বেশি হলেও দুজন দরদাতার দেওয়া দরের পরিমাণ একই ছিল। তাই ওই হাটসহ ৬টি হাটের জন্য গত ২৪ মে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। এর পাশাপাশি আরও দুটি নতুন হাট কাঁচকুড়া ও খিলক্ষেত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গার হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়।