জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান এ তথ্য দিয়েছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক আসামীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামীর পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মোর্শেদ আলম শাহিন।
শুনানিতে তিনি বলেন, আসামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামী পুলিশের একজন অতিরিক্ত আইজিপি। অসুস্থ ব্যক্তি। এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, সকল আসামী আইনের দৃষ্টিতে সমান। একই ক্যাটাগরির মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছেন। গ্রেপ্তারের একদিনের মাথায় নায়িকা নুসরাত ফারিয়াও জামিন পেয়েছে। যে কোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।