আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ৫ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে ৫-৯ সেপ্টেম্বর অকল্যান্ড ভ্রমণ করেন। অকল্যান্ড বিজনেস চেম্বার ও আইসিসি নিউজিল্যান্ডের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি আইসিসি নিউজিল্যান্ডের সেক্রেটারি জেনারেল ও অকল্যান্ড বিজনেস চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. সাইমন ব্রিজেস-এর সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক (RMG), ওষুধ ও চামড়াজাত পণ্য নিউজিল্যান্ডে রপ্তানির সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।
আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মি. ব্রিজেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি ব্রিজেসকে বলেন, একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে এলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে এবং প্রতিনিধি দলের জন্য বিভিন্ন শিল্প কারখানা ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) পরিদর্শনের ব্যবস্থা করা যাবে।
ব্যবসায়িক প্রতিনিধি দলে আরও ছিলেন: আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এ.কে. আজাদ; ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার; উত্তরা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান; সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।