দৈনিক সংগ্রামের বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাবের মা জুবায়দা বেগম গত সোমবার সন্ধ্যা সোয়া ৬টা ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মশাবুনিয়া গ্রামের মোল্লাবাড়ীতে নিজ বাসভবনে তিনি ইন্তিকাল করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মোল্লাবাড়ী ঈদগাহ মাঠ মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ইমামতি করেন মরহুমার বড় সন্তান অধ্যাপক মুজিবুর রহমান জসিম। পরে তাকে মোল্লাবাড়ী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ দিকে গতকাল দৈনিক সংগ্রামে মরহুমার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে দৈনিক সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, বার্তা সম্পাদক সাদাত হোসাইন, চীফ রিপোর্টার সামছুল আরেফীনসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।