ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর মেট্রোরেলের একাধিক স্টেশনে ফাটল দেখা গেছে। কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ ও ফার্মগেট স্টেশনে ফ্লোর, দেয়াল এবং টাইলসে নতুন ক্ষতির চিহ্ন চোখে পড়ে।
কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের মেঝেতে স্পষ্ট ফাটল ধরা পড়ে। বিজয় সরণি স্টেশনের সাব-স্টেশনে যাওয়ার প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল দেখা যায়। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ ও বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষেও একই ধরনের ক্ষতি মিলেছে।
মিরপুর ১০ স্টেশনের একজন কর্মী জানান, ভেতরের কয়েকটি টাইলসেও ফাটল রয়েছে। মিরপুর ১১, ফার্মগেট ও বিজয় সরণির কর্মীরাও বিষয়টি নিশ্চিত করেন।
যদিও পল্লবী স্টেশনের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে ফাটলের তথ্য অস্বীকার করেন, পরে দেখানোর পর বলেন—“আগে থেকেই থাকতে পারে, আবার ভূমিকম্পেও হতে পারে; আগে খেয়াল করিনি।”
ভূমিকম্পের পর স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও বিকেল থেকেই মেট্রোরেল স্বাভাবিকভাবে চলতে শুরু করে। এতে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। তাদের অভিযোগ—এত ফাটল থাকার পরও চলাচল চালু করা ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে।
যাত্রীরা বলেন, মেট্রোরেল খুবই উপকারী। এত ব্যয়ে নির্মিত অবকাঠামোয় এমন ক্ষতি হতাশাজনক। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার থাকে না।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ফাটল দেখা গেছে সত্য, তবে এগুলো গুরুতর নয় এবং আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মেট্রোরেল চলাচল নিরাপদ কি না—এ প্রশ্নে তিনি বলেন, ট্রায়াল রান করে নিশ্চিত হয়েই চলাচল শুরু করা হয়েছে।